
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা বাজারে সান্দিকোণা ইউনিয়ন জামায়াতের পূর্বঘোষিত একটি সাধারণ সভায় সান্দিকোণা ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হাবু'র নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল (৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া উপজেলা জামায়াতের আমির মো. সাদেকুর রহমান। তিনি জানান, সান্দিকোণা বাজারে তাদের পূর্বঘোষিত একটি সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছিল।
সেখানে সান্দিকোণা ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হাবু'র নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ হামলায় সান্দিকোণা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, ইউনিয়ন জামায়াতের কর্মী শাহীন মিয়া ও নয়ন মিয়া আহত হন। আহতদের মধ্যে মাজহারুল ইসলাম শামীমের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৩ অক্টোবর সন্ধ্যায় এক যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমির মাওলানা ছাদেক আহমাদ হারিস এবং সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "আজ ৩ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে তিনটায় কেন্দুয়া উপজেলার সান্দিকোণা বাজারে স্থানীয় ইউনিয়ন জামায়াতের পূর্বঘোষিত একটি সাধারণ সভায় সান্দিকোণা ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হাবু'র নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
এই হামলায় সান্দিকোণা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীমসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাজহারুল ইসলাম শামীমের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।"
নেতৃবৃন্দ আরও বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শান্তিকামী, সুশৃঙ্খল রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী চব্বিশের গণআকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। ফলে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আজ গণজোয়ার তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর প্রতি গণমানুষের এই সমর্থন দেখে প্রতিযোগী রাজনৈতিক সংগঠন বিএনপি অনেকটা দিশেহারা হয়ে গিয়েছে।
আমাদের নিয়মতান্ত্রিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য তারা এখন আওয়ামী ফ্যাসিবাদের পথ বেছে নিয়েছে। আমরা তাদেরকে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে দেশছাড়া করার পর নতুন কোনো ফ্যাসিস্টকে এদেশের মানুষ বরদাস্ত করবে না। এদেশে আমরা আর কাউকে নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে দেব না। বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্থান হবে না।"
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বিএনপিকে ফ্যাসিবাদী রাজনীতি পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর