
গাজা উপত্যকা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে সবসময় কড়া কথা বললেও, এবার সেই যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগকে স্বাগত জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সর্মথকদের এক র্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময়, ট্রাম্পের শান্তি প্রস্তাব বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথাও জানিয়েছেন। সেইসাথে, গাজায় শান্তি রক্ষায় সেনা মোতায়ন প্রয়োজন হলে কলম্বিয়াও সেনা সদস্যদের পাঠাবেন বলে মন্তব্য করেন পেত্রো।
তবে সব সময়ের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করতে পিছপা হননি কলম্বিয়ার প্রেসিডেন্ট। নেতানিয়াহুর সামরিক পদক্ষেপকে গণহত্যা বলে অভিহিত করেন তিনি। একই সাথে সুমুদ ফ্লোটিলায় থাকা আটককৃত দুই কলম্বিয়ান নারীকে খাবার ও পানি না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন পেত্রো।
এর আগে, গত মাসের শেষের দিকে গাজায় চলমান গণহত্যায় সরাসরি সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানিয়েছিলেন তিনি।
তখন তিনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প যদি এভাবেই গণহত্যায় মদদ দিতে থাকেন, তাহলে জেলই তার প্রাপ্য। রোম স্ট্যাটিউট এর শর্ত অনুযায়ী যে কোনো দেশে যেকোনো যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা যায়। সে হিসেবে নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করা সম্ভব।
এ সময়, আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র কেন গ্রেফতার করছে না, এ নিয়ে মন্ত্রিসভায় প্রশ্নও তোলেন তিনি। সেইসাথে, ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার ঘোষণাও দেন পেত্রো।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থন এবং ট্রাম্পের ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করেন পেত্রো। তার এই বক্তব্যকে ‘বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ড’ উল্লেখ করে ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরপর থেকেই চলছে দুই দেশের সম্পর্কে টানাপড়েন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর