
দেশে আবারও সোনার দাম বেড়েছে, ইতিহাসে সর্বোচ্চ দামে ভরি ১ লাখ ৯৭ হাজার টাকা ছাড়াল
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম কার্যকর হবে রোববার (৫ অক্টোবর) থেকে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে, শনিবার পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ছিল নিম্নরূপ:
২২ ক্যারেট: ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা
২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
চলতি বছরে এটি ৫৯তম বার সোনার দামের সমন্বয়। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, আর ১৮ বার কমানো হয়েছে। ২০২৪ সালে সোনার দাম ৬২ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে দেশের বাজারে:
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩,৬২৮ টাকা
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩,৪৫৩ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৯৬৩ টাকা
সনাতন পদ্ধতি রুপা: প্রতি ভরি ২,২২৮ টাকা
এটি দেশের ইতিহাসে রুপারও সর্বোচ্চ মূল্য বলে জানিয়েছে বাজুস।
সর্বশেষ খবর