
সাতক্ষীরায় অসুস্থতাকে পুঁজি করে ঔষধ নিয়ে সিন্ডিকেট চলছে। ঔষধের গায়ে লেখা মূল্য তালিকা থেকে ভোক্তাদের জন্য দীর্ঘদিনের ১০% ছাড় এখন ৫% এ নেমে এসেছে। এর ফলে ঔষধ কিনতে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছেন, আর ব্যবসায়ীরা সুবিধা নিচ্ছেন।
স্থানীয় ক্রেতারা জানিয়েছেন, আগে তাঁরা ১০% ছাড়ে ঔষধ কিনতেন, এখন ৫% ছাড়ে কিনতে হচ্ছে। ঔষধের দাম ৫% বেশি হওয়ায় তাঁদের হিমশিম খেতে হচ্ছে। এমনকি অনেক দোকানদার এই সুযোগকে কাজে লাগিয়ে ঔষধের দাম আরও বেশি নিচ্ছেন। জেলাজুড়ে চিত্র একই। অপরদিকে, খুলনা জেলায় এখনও ১০% ছাড়ে ঔষধ বিক্রি হচ্ছে। ঔষধ সিন্ডিকেট নিয়ে সাধারণ জনগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা তালার ঔষধ দোকানদাররা জানান, সাতক্ষীরা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি গত ২৪ সালের আগস্টের পর ৫% ছাড়ের নিয়ম চালু করেছে। যা আগে ঔষধের গায়ে লেখা মূল্য তালিকা থেকে ভোক্তাদের জন্য বহু বছর ধরে ১০% ছাড়ে চালু ছিল। গরীব-দুঃখী রোগীদের অসুস্থতাকে পুঁজি করে ভোক্তাদের জিম্মি করা হচ্ছে এবং নতুন উদ্ভাবিত সিন্ডিকেট চালানোর পায়তারা চলছে। আশেপাশের বাজার আঠারোমাইল, চুকনাগর, কপিলমুনিতে পূর্বের ন্যায় ১০% কমিশন চলছে।
তিনি আরও জানান, এই সমিতি মেডিসিন ব্যবসাটিকে নষ্ট করার পায়তারা করছে। সমিতির নিয়ম না মানলে দোকানদারদের সাথে খারাপ ব্যবহারসহ সাদা কাগজে ৫০০, ১০০০ টাকা জরিমানা করছে।
একজন পরিচিত ব্যক্তি বলেছেন, গরিব মানুষের কাছে লাভ করব কিনা এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি অনেককে দেখেছি, চাল কিনতে পারে না কিন্তু ঔষধ কেনে। তখন মানবিক বিষয়টি কাজ করে।
অপরদিকে, সাতক্ষীরার একজন ঔষধ দোকানদার জানান, আগে ১০% ছাড়ে ঔষধ বিক্রি করতেন, এখন ৫% ছাড়ে বিক্রি করেন। এতে তাঁদের লাভ বেশি হয়। সমিতি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে।
সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয়ের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমান জানান, তাঁরা সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় বাস্তবায়ন করার চেষ্টা করছেন সাতক্ষীরা জেলায়। যারা ১০% ছাড়ে বিক্রয় করছে, তাদের তাঁরা জরিমানা করছেন না, তবে উপজেলা কমিটি কিছু টাকা নিচ্ছে পিকনিক করার জন্য।
তালা উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি আনিসুল রহমান বলেন, তাঁরা অফিসিয়ালি কাউকে জরিমানা করেননি। তবে পিকনিক করার জন্য চাঁদা নির্ধারণ করা হয়। যারা ১০% বা ১২% ছাড়ে বিক্রি করে, বাজারের ভারসাম্য রক্ষার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর