
শেরপুরের নালিতাবাড়ীতে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করা, ১৪তম গ্রেড প্রদান, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
এতে চলমান টাইফয়েডের টিকাসহ শিশুদের জন্য সকল প্রকার টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিশুর অভিভাবকরা।
সারাদেশের স্বাস্থ্য সহকারীদের কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পঞ্চম দিনেও অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে গত বুধবার (১ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়ে চলমান রয়েছে এ কর্মসূচি।
জানা গেছে, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।
স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে সারাদেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের মধ্যে প্রতিদিন ১৫ হাজার কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। এতে টিকা গ্রহণের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় দেড় লাখ মা ও শিশু।
এছাড়া কর্মবিরতির ফলে আসন্ন ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রমও পড়বে অনিশ্চয়তার মুখে। এতে টিকা থেকে বঞ্চিত হতে পারে প্রায় ৫ কোটি শিশু-কিশোর। স্বাস্থ্য সহকারীদের নেতারা বলছেন, "আমরা বারবার শুধু কর্তৃপক্ষের আশার বাণী শুনে যাচ্ছি। এবার আর আশার বাণীতে বিশ্বাসী নয়। আমরা এর বাস্তবায়ন চাই। আমাদের ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত একজন স্বাস্থ্য সহকারীও কর্মস্থলে ফিরব না।"
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া স্মারকলিপিতে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানানো হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলার স্বাস্থ্য সহকারী গোলাম কিবরিয়া। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন নালিতাবাড়ী উপজেলা শাখার এ কে এম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সদস্য হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া, হোসেন আলী, হাসানুজ্জামান লাভলু, মাহমুদুল হাসান মিঠু প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর