
ধোপাযান চলতি নদী ও গজারিয়া নদী থেকে লক্ষাধিক টাকার বেড় জাল,কারেন্ট অবৈধ জব্দ সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাযান চলতি নদী ও গজারিয়া নদীতে যৌথ অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার কারেন্ট জাল,বেড় জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন ও বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী অফিসার মেরেনা দেবনাথ যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করে জাল গুলো জব্দ করেন।
জানা গেছে,মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণের সমন্বয়ে ধোপাযান চলতি নদী ও গজারিয়া নদীতে যৌথ অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার কারেন্ট জাল ও বেড় জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল গুলো প্রকাশ্যে উপজেলা মৎস কর্মকর্তা, আইনশৃঙ্খলাবাহিনী ও আনসার বাহিনীর সহযোগিতায় পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানান,মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না।
সাজু/নিএ
সর্বশেষ খবর