
ভিভো নিয়ে এসেছে ভি সিরিজের নতুন ফোন ভি৬০ লাইট। ফাইভজি ও ফোরজি দুই সংস্করণে পাওয়া যাবে ফোনটি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের ফাইভজি ভ্যারিয়েন্টের মূল্য ৪৩,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের ফোরজি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৯৯৯ টাকা। টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক কালারে সারাদেশেই পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটি।
রবিবার (০৫ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটি উন্মোচন করা হয়েছে।
ফোনটিতে রয়েছে তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি। এতে আছে- ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর। ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ। ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট।
সর্বশেষ খবর