
বেসরকারি ইসলামী ব্যাংকের সকল অদক্ষ কর্মকর্তাদের বহিষ্কার ও বিচারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান এস আলম কর্তৃক সকল অবৈধ নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের ইসলামী ব্যাংক থেকে বহিষ্কার ও বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকালে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও সচেতন পেশাজীবী গ্রুপের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
ইসলামিক ব্যাংক গ্রাহক ফোরাম ও সচেতন পেশাজীবী গ্রুপের মোহাম্মদ সাইফুল শেখ, মো. সারোয়ার হোসেন, জুলফিকার আলী, আব্দুস সালাম, নাহিয়ান ইসলাম প্রমুখ মানববন্ধনে উপস্থিত ছিলেন। বক্তারা জানান, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিগত স্বৈরাচারী সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক বেআইনিভাবে পরিচালনা করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তারা সম্পূর্ণ বেআইনিভাবে কোনো নিয়োগ ছাড়াই অদক্ষ ব্যক্তিদের দিয়ে ইসলামী ব্যাংক পরিচালনা করেছে।
বক্তারা আরও বলেন, এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম দুর্নীতির মাধ্যমে দলীয়করণ ও আত্মীয়করণের মাধ্যমে বাড়ির কাজের মহিলা থেকে শুরু করে গাড়ির ড্রাইভারদের নিয়োগ দিয়েছেন। এখন ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠানের স্বার্থে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করলে তারা এতে অংশগ্রহণ না করে আন্দোলন শুরু করছে। তাই দ্রুত সময়ের মধ্যে সকল অদক্ষ কর্মকর্তাদের বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
সর্বশেষ খবর