
বরগুনার বিষখালী নদীর ভাঙন থেকে বাঁচতে এবং ফসলি জমি রক্ষার দাবিতে পূর্ব-কালমেঘা খাল থেকে বধু ঠাকুরানী ব্লক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘বিষখালী নদীভাঙন কবল থেকে আমরা বাঁচতে চাই, ত্রাণ চাই না টেকসই বেড়িবাঁধ চাই’, ‘নদীভাঙন রক্ষায় ব্লক চাই’, ‘ফসলি জমি রক্ষা করতে হবে’, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এমন বিভিন্ন স্লোগান নিয়ে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয়রা।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন এলাকার বিষখালী নদীর পাড়ে শতাধিক এলাকাবাসী ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন।
গত কয়েকদিনের প্রবল বৃষ্টি এবং নদীতে পানি বৃদ্ধির কারণে গ্রামের মানুষের একমাত্র সম্বল ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব জমিতে ধান ও আলু চাষাবাদ করে কৃষকরা জীবিকা নির্বাহ করতেন। সিডর, আইলা, নার্গিস, মহসেন, মিধিলি, রিমালের মতো বড় বড় ঘূর্ণিঝড়সহ প্রায় প্রতি বছর ছোট-বড় অনেক বন্যার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় উপকূলীয় জেলা বরগুনার মানুষকে।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা সাগর উপকূলীয় বরগুনার পাথরঘাটাবাসী প্রতিনিয়তই ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকি। সাধারণ জোয়ারেও প্রতিনিয়তই ভাঙছে আমাদের উপকূলীয় বেড়িবাঁধ। আমাদের এই বেড়িবাঁধগুলো এ অঞ্চলের জানমাল রক্ষাকবচ। অথচ এগুলো কখনোই টেকসইভাবে সংস্কার করা হয় না। সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা থাকি প্রতিনিয়ত। দিন দিন আমাদের ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে বিষখালী নদীর গর্ভে। কোনো ত্রাণ চাই না। আমরা চাই টেকসই বেড়িবাঁধ। টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে ঝড়-বন্যা-জলোচ্ছ্বাস যা-ই হোক না কেন আমরা নিরাপদে থাকব।”
কুশল/সাএ
সর্বশেষ খবর