
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে আ.লীগ নেতা ইকবাল আল আজাদকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। তিনি জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আজাদের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে জামালগঞ্জ থানা পুলিশের সদস্যরা চেয়ারম্যান ইকবাল আল আজাদের সাচনা বাজারের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর