
রাস্তা নয়, যেন কাদা-পানির খেলা! শেরপুরে জনদুর্ভোগে হাহাকার বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা থেকে ব্রাকবটতলা পর্যন্ত সড়কটি এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার প্রতিটি বাঁকে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সবচেয়ে বিপাকে পড়েছেন অফিসগামী কর্মজীবী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা। রাস্তার এই নাজুক অবস্থা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ চরমে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, অন্তত ছয়টি স্থানে বড় বড় গর্ত এবং অসংখ্য ছোট ছোট খানাখন্দে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির কারণে এসব গর্তে পানি জমে তৈরি হয়েছে দুর্ঘটনার ফাঁদ। এসব স্থানে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে বিপাকে পড়েছেন নারী, শিশু, শিক্ষার্থী, রোগী ও অন্তঃসত্ত্বা নারীরা। শুধু সাধারণ মানুষই নয়, বিপাকে পড়েছেন আশপাশের প্রায় ২০ থেকে ২৫টি অটো রাইস মিল, চাতাল ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসায়ীরাও। যানবাহন চলাচল করতে না পারায় ধান-চাল পরিবহনে বাড়তি খরচ গুনতে হচ্ছে, আবার ট্রাক ও অটোরিকশা প্রায়ই গর্তে আটকে বিকল হয়ে পড়ছে। শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের অটোচালক বেলাল হোসেন বলেন, রোজই ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে চলতে হয়। রাস্তা এত খারাপ যে, একটু অসাবধান হলেই গাড়ি উল্টে যেতে পারে। শিক্ষার্থী রেজাউল, সেলাইমান, রহমত, দেলোয়ার হোসেন জানান, ইজিবাইকে উঠলেই ভয় লাগে যেকোনো সময় কাত হয়ে পড়ে যেতে পারে। বর্ষায় তো অবস্থা আরও ভয়াবহ। সময়মতো স্কুলে পৌঁছানো সম্ভব হয় না। অনেক সময় জামাকাপড় কাদা-পানিতে ভিজে যায়। শেরপুর থানা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলিমুল রেজা হিটলার বলেন, গর্তের পর গর্ত, গাড়ি নিয়ে চলাই দায়। পরিবহনে সমস্যা হচ্ছে, খরচ বাড়ছে লোকসানে পড়ছে ব্যবসায়ীরা। দ্রুত সংস্কার না হলে অনেক মিল বন্ধ হয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দা ও দোকানী বাবলু, রবিউল, রেজাসহ অনেকে বলেন, এই সড়কে প্রতিদিনই কষ্ট করে চলতে হয়। ভাড়া দ্বিগুণ, দুর্ঘটনা প্রতিদিনের ঘটনা। আমরা দ্রুত মানসম্মতভাবে রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, বর্ষার কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। টেন্ডার সম্পন্ন হয়েছে, বেশিরভাগ কাজও শেষ হয়েছে। তবে বৃষ্টির কারণে শেষের অংশের কাজ স্থগিত রয়েছে। বৃষ্টি কমলেই পুনরায় কাজ শুরু হবে। এলাকাবাসীর দাবি দ্রুত ও টেকসইভাবে রাস্তা সংস্কার করে জনদুর্ভোগ নিরসন করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর