
ফরিদপুরের সালথায় সিঁধকেটে বসতঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. রিপন মোল্যাকে (৩৫) নামে মাদকাসক্ত এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রিপন মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মো. আক্তার মোল্যার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানান স্থানীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সিঁধকেটে বসতঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে রিপন মোল্যা। ধর্ষণের বিষয়টি প্রথমে টের পান প্রতিবেশীরা। পরে আশাপাশের লোকজনের মধ্যে ঘটনাটি জানাজানি হলে বুধবার সকালে এলাকাবাসী রিপনের বাড়িতে গিয়ে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভেগী গৃহবধূর স্বামী বলেন, পেটের তাগিদে শ্রমিকের কাজ করতে গত ৮দিন ধরে অন্য এলাকায় ছিলাম। বাড়িতে আমার স্ত্রী ও দুটি সন্তান ছিল। ঘটনার রাতে আমার স্ত্রী সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলো৷ এ সময় বখাটে রিপন মোল্যা সিঁধকেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিবো। আমি এর সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত রিপন মোল্যা বলেন, আমি যৌন উত্তেজক ওষুধ খেয়ে চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে সিঁধকেটে ঘুরে ঢুকি। পরে নিজেকে আর সামাল দিতে পারিনি। তাই ঘটনাটি ঘটে গেছে। তবে স্থানীয়রা জানিয়েছেন বখাটে রিপন মোল্যা নিয়মিত ইয়াবা ট্যাবলেট সেবন করে।
সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, সিঁধকেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন নামে এক যুবককো আটক করে গ্রামবাসী। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবকে থানা নিয়ে এসেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর