
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান বরগুনায় ন্যায় কুঞ্জর শুভ উদ্বোধন করেন ।বৃহস্পতি বার সকাল ১০ টায় তিনি ন্যায় কুঞ্জর শুভ উদ্বোধন করেন ।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান বরগুনায় ন্যায় কুঞ্জর শুভ উদ্বোধন এর সময় জজ কোর্টের বিচারক মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বরগুনা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মাসুদসহ বরগুনার বিজ্ঞ আইনজীবী পাবলিক প্রসিকিউটর নুরুল আমিন ও বিচার বিভাগের কর্মকর্তারা।
পরে সকাল ১১টায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।
বরগুনার আদালত সূত্রে জানাযায় বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের বসার জন্য নির্মাণ করা 'ন্যায়কুঞ্জ' উদ্ভোধন করবেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর