
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১৬ জেলেকে আটক করে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জব্দ করা হয়েছে পাঁচ হাজার মিটার কারেন্ট চাল ও ৫ কেজি মা ইলিশ। এছাড়াও একজন অপ্রাপ্তবয়স্ক তরুণ কে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার কালীতলা ঘাট হতে কালুখালী মোহনা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালিত করে ভ্রাম্যমাণ আদালত।
এর আগে গত বুধবার একই অপরাধে রাজবাড়ী জেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে ৯ জন জেলেকে আটক করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর