
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে এক নারী মাদক কারবারি গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই নারী মাদক কারবারিকে আটক করা হয়।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামীকে রেখে স্ত্রী পালিয়ে গেলেও স্ত্রী গাঁজা, নগদ টাকা এবং ডিজিটাল মিটারসহ গ্রেপ্তার হন।
আটক হওয়া নারী মাদক কারবারির নাম তানিয়া (৩৪)। তিনি সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রামের পলাতক আসামি সবুজের স্ত্রী।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, শাখার উপপরিদর্শক বিকাশ কর্মকার, সহকারী পরিদর্শক নাসির উদ্দিন সদস্য মাহমুদ, কাওসার, মাহফুজুর ও সুমাইয়া সহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ৯ অক্টোবর রাত সাড়ে দশটায় মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় দলটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রামে একটি ঘরে মাদক কেনাবেচা চলছে।
সংবাদ পেয়ে রাত সোয়া এগারোটায় ডিবি পুলিশ উত্তর ইটবাড়িয়া গ্রামের তুলাতলা গ্রামে মাদক কারবারি পলাতক আসামি সবুজের বাড়িতে উপস্থিত হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে স্বামী সবুজ পালিয়ে গেলেও স্ত্রীকে আটক করে।
এসময় ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে সিমেন্টের ব্যাগের মধ্যে নীল পলিথিন থেকে ৬০০ গ্রাম গাঁজা, বিক্রয়ের ৫৬ হাজার টাকা ও একটি ডিজিটাল মিটার উদ্ধার করা হয়।
এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, ডিবি অভিযানে গাঁজা, বিক্রি করা টাকা ও ডিজিটাল মিটারসহ এক নারী মাদক কারবারি আটক হন।
এই ঘটনায় নারী মাদক কারবারি তানিয়া ও তার স্বামী সবুজকে আসামি করে সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর