
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার উত্তর পাড়া আবুল সরকারের খামার সংলগ্ন এলাকায় শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে মাদক থেকে বাঁচতে গ্রামের লোকজন ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। স্থানীয় সুশীল নেতৃবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, খামার সংলগ্ন এই এলাকাটি ফুলবাড়িয়া উপজেলার অন্যতম মাদকপ্রবণ এলাকা। এখানে মাদকসেবী ও কারবারিরা অবাধে বিচরণ করে গ্রামের পরিবেশ ও সুনাম নষ্ট করছে। তাদের কারণে সাম্প্রতিক সময়ে চুরি সহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতেই তারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
বক্তারা আরও জানান, সম্প্রতি মাদকবিরোধী কথা বলায় এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে মাদক কারবারিরা পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা ও যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, মাদক ব্যবসায়ীরা এখন গ্রামবাসীকে শাসন করা শুরু করেছে। তারা সমাজের নিরীহ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লক্ষ্য করে কম দামে মাদক বিক্রি করে তাদের মাদকে জড়াচ্ছে।
তিনি গ্রামবাসীকে আহ্বান জানান, মাদকের সাথে জড়িতদের যেখানেই পাওয়া যাবে, তাদের আটক করে প্রথমে পুলিশে খবর দিতে এবং পরে তাদের জানাতে। তিনি বলেন, তারা মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও অপ্রতিরোধ্য আন্দোলন গড়ে তুলবেন।
জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক মাস্টারের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আনোয়ার হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ শাহজাহান, মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু ইউসুফ, ডাঃ আবু হানিফা, মৎস্যজীবী দলের সদস্য সচিব ইমরান হোসেন সবুজ ও মোশারফ হোসেন প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর