
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স এ প্রথম বারের মতো পুরুষদের সাথে মহিলাদের জুম্মার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার সময় পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স এর অফিসকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহিলাদের জুম্মার নামাজের স্থানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি (যুগ্মসচিব) ফৌজিয়া খান।
উদ্বোধন শেষে পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে মহিলা মুসুল্লীরা এই পাগলা মসজিদে নামাজ পড়তে আসেন। বিশেষ করে জুম্মার দিন শুক্রবার সবচেয়ে বেশি মহিলা মুসুল্লীরা নামাজ পড়তে আসেন। এসব মহিলারা এসে আমাদের কাছে দাবী জানিয়েছেন যে শুক্রবারে যেনো জুম্মার নামাজ পড়তে পারেন। পরে আমি আমাদের পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী হুজুরের সাথে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। তিনি আরো বলেন, উনার কাছেও আমাদের দাবী ছিলো নারী মুসুল্লীদের পক্ষ থেকে। পরে সেটা আলোচনা করে আমরা আমলে নিয়েছি।
তিনি আরো বলেন, আপনারা জানেন যে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স এর ডিজাইনের কাজ আমরা করতে দিয়েছি। সেখানে নারী মুসুল্লীদের আলাদা নামাজের স্থানের ডিজাইন টাও করতে বলা হয়েছে। ডিজাইন টা আসলে আমরা আবার সবর্স্থরের উপস্থিতি সবাইকে নিয়ে বসে এটাকে ফাইনাল করবো। তারপর আমরা পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স এর নির্মাণ কাজটা শুরু করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আজকে আমরা খুব অল্প সময়ের নোটিশে অস্থায়ী ভাবে একটি নারী মুসুল্লীদের জন্য একটি নামাজের স্থানের ব্যবস্থা করেছি। যেনো নারী মুসুল্লীরা জুম্মার নামাজে অংশ গ্রহণ করতে পারে।
ঐতিহাসিক পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী বলেন, গত জুম্মাতে আমি মহিলাদের জুম্মার নামাজ আদায় করার বিস্তারিত বলেছিলাম। যে এই জুম্মা থেকে মহিলাদের জুম্মার নামাজের স্থান উদ্বোধন করবেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। আলহামদুলিল্লাহ আজ সেই নামাজের স্থান উদ্বোধন হয়েছে। তিনি আরো বলেন, মসজিদের পূর্ব প্রান্তে যে খালি জায়গাটা আছে সেখানে মুসুল্লীদের নামাজ পড়তে অনেক কষ্ট হয়। রোদে আর বৃষ্টিতে ভীজে নামাজ আদায় করতে হয়। সেই পূর্ব প্রান্তে খালি জায়গাটা যদি সেট করা যায় তাহলে মুসুল্লীদের নামাজ আদায় করতে অনেক সুবিধা হবে। আশা করছি সেটাও দ্রুত কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, ঐতিহাসিক পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সূফি সাজ্জাদ আল ফোজায়েল, মোঃ রিয়াদ হোসেন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও পাগলা মসজিদ কমিটির সদস্য সচিব মোঃ কামরুল হাসান মারুফ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিডি টোয়েন্টিফোর লাইভ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন আকাশ প্রমুখ।
পরে মহিলাদের নামাজের স্থান উদ্বোধন শেষে পাগলা মসজিদে আগত অন্যান্য মহিলা মুসুল্লীদের সাথে এক কাতারে দাঁড়িয়ে জুম্মার নামাজ আদায় করেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর