
একের পর এক আক্রমণের পসরা সাজিয়েও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হতাশ হতে হয়েছে সুযোগ মিস ও ভেনেজুয়েলা গোলরক্ষকের দারুণ দৃঢ়তায়। তবে সবশেষে অবশ্য আর্জেন্টিনা জিতল ১-০ ব্যবধানে।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ ভোরে ফিফা প্রীতি ম্যাচে নামে দুই দল। যেখানে ভেনেজুয়েলার বিপক্ষে একপেশে দাপটই ছিল আর্জেন্টিনার। তবে ব্যবধান বাড়াতে না পারার হতাশার ছাপ ছিল অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের চোখেমুখে। ম্যাচে ৭৭ শতাংশ বলের দখল রেখে ১৭টি শট নেয় আর্জেন্টিনা, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। তাদের পক্ষে একমাত্র গোলটি করেন জিওভান্নি লো সেলসো। বিপরীতে ভেনেজুয়েলা ৫টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
কোচ লিওনেল স্কালোনি আজ এক বড়সড় চমকই দিয়েছিলেন। লিওনেল মেসি একাদশে থাকবেন না, তা আগেই নিশ্চিত ছিল। মেসিকে তিনি কি-না একাদশেই রাখেননি! তিনি খেলা দেখেছেন হার্ড রক স্টেডিয়ামের গ্যালারিতে থেকে। মাঠের খেলায় তার অভাব ভালোভাবেই বোধ করেছে দল। লাওতারো মার্তিনেজরা যেন গোল করতেই ভুলে গেলেন! তবে অবশ্য সবশেষে ভেনেজুয়েলার বিপক্ষে তাই আর্জেন্টিনা জিতেছে মোটে ১-০ গোলে।
সাজু/নিএ
সর্বশেষ খবর