
গরিবের বন্ধু খ্যাত কক্সবাজারের রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুইবার নির্বাচিত ইউপি সদস্য আজিজুল হক (আজিজ মেম্বার) মারা গেছেন।
পাঁচ দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে আজ শনিবার ভোর ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজিজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আব্দু শুক্কুর। তিনি জানান, গত সোমবার (৬ অক্টোবর) সকালে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে আজিজ মেম্বার স্ট্রোক করেন। প্রথমে তাকে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পাঁচ দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি তিন কন্যা ও এক পুত্রসন্তানের জনক।
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ আসরের নামাজের পর কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
গরিবের বন্ধু খ্যাত এই জনপ্রতিনিধির হঠাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রামুসহ পুরো কাউয়ারখোপে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সকাল থেকে এলাকাজুড়ে কান্নার রোল পড়েছে। তার বাড়িতে ভিড় করছেন আত্মীয়–স্বজন, সহকর্মী ও সাধারণ মানুষ। যারা একদিন আগেও তার সুস্থতার জন্য দোয়া করছিলেন, আজ তারা দাঁড়িয়ে আছেন নিস্তব্ধ শোকে।
স্থানীয় গ্রাম ডাক্তার আবুল কালাম আবেগভরে বলেন, আজিজ মেম্বার ছিলেন গরিবের আশ্রয়। রাত-বিরাতে বিপদে পড়লে ফোন দিলেই চলে আসতেন। নিজের কষ্ট ভুলে মানুষের পাশে থাকা ছিল তার স্বভাব।
আরেক স্থানীয় বাসিন্দা সানাউল্লাহ বাবুল বলেন, তার নিজের তেমন কিছু ছিল না, কিন্তু মানুষের জন্য তার মন ছিল বিশাল। এলাকার মানুষ নিজেদের পকেটের টাকা দিয়েই তাকে বারবার নির্বাচিত করেছে- এটাই প্রমাণ তার জনপ্রিয়তার।
স্থানীয় গ্রাম পুলিম আব্দুল মান্নান বলেন, তিনি ছিলেন ন্যায়ের পক্ষে এক অকুতোভয় মানুষ। দুর্নীতি বা অন্যায় দেখলে কখনো চুপ থাকতেন না। তার মৃত্যুতে এলাকার যেন দিশেহারা অবস্থা।
ইউনিয়নের অন্যান্য সদস্যরা জানান, আজিজ মেম্বার ছিলেন এক বিনয়ী, সৎ ও মানবিক মানুষ। রাজনীতি নয়, মানুষের সেবা ছিল তার জীবনের মূল লক্ষ্য। দরিদ্র মানুষের পাশে থেকে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার অকাল মৃত্যুতে কাউয়ারখোপ ইউনিয়নে নেমে এসেছে শোকের আবহ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর