
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১১ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ৭ জন জেলেকে ২০ দিনের কারাদণ্ড এবং তাদের ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গোয়ালন্দে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। অভিযানে কোস্ট গার্ড, নৌ পুলিশ এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অন্যদিকে, রাজবাড়ী সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জন জেলেকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ৫ দিনের কারাদণ্ড এবং ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত দুটি নৌকা নিলামে ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে জব্দ করা ১৩ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় পুলিশ এবং জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর