
বাংলাদেশে যাত্রা শুরু করলো ই-কমার্স সাইট 'গ্র্যাবী' (Grabee.com.bd)। বৃহস্পতিবার রাতে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন করা হয় প্ল্যাটফর্মটির। এটি মোশন ভিউ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান।
এই প্ল্যাটফর্মে মিলবে বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন গ্যাজেট ও অ্যাক্সেসরিজ। স্মার্টওয়াচ, হেডফোন, চার্জার-ক্যাবল, স্পিকার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এখানে। গ্রাহকদের দৈনন্দিন জীবনে আনবে সহজতা ও স্টাইলের ছোঁয়া-এই লক্ষ্যেই সাজানো হয়েছে পুরো পণ্যতালিকা।
গ্র্যাবী-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই-গ্রাহকদেরকে সেরা গ্যাজেটটি সেরা দামে দেওয়া। আমরা সবসময় মান ও মূল্যের ভারসাম্য বজায় রেখে ক্রেতার আস্থা অর্জন করতে চাই।’
প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশে নির্ভরযোগ্য গ্যাজেটভিত্তিক ওয়েবসাইটের সংখ্যা এখনো সীমিত। অনেক সময় গ্রাহকরা ডেলিভারি বিলম্ব ও দামের অসঙ্গতিতে ভোগেন। 'গ্র্যাবী' প্রতিশ্রুতিবদ্ধ-গ্রাহক যেন সবচেয়ে কম দামে আসল পণ্য পান এবং দ্রুততম সময়ে সেটি হাতে পৌঁছায়।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর