
সুনামগঞ্জের নৌকা থেকে চামটি নদীর পানিতে পড়ে শিশু নিখোঁজ সুনামগঞ্জ প্রতিনিধি নৌকা থেকে পানিতে পড়ে সুনামগঞ্জের দিরাইয়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালিয়েছে। দুপুর তিনটা পর্যন্ত শিশুর সন্ধান পাওয়া যায় নি।
শনিবার (১১ অক্টোবর) সকালের দিকে দিরাই পৌরসভাস্থ বাজার চামটি নদীতে(ব্রীজ সংলগ্ন) নৌকা ঘাট এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি রকিবুল ইসলামের কন্যা সন্তান বলে জানাগেছে।
খোঁজ নিয়ে জানা যায়,শিশুর মা সিলেট থেকে দিরাই এসে শাল্লা গামী নৌকায় উঠছিলেন। তাঁর বাড়ি শাল্লার শিমের কান্দা গ্রামে যাওয়ার জন্য নৌকায় উঠার পর নৌকার জানালা ঘেষে বসে শিশুটিকে পাউরুটি খাওয়াচ্ছিলেন মা। শিশুটির মা পানি আনতে সামান্য সরে আসলে জানালা দিয়ে শিশুটি পড়ে যায়।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান,নিখোঁজ শিশুটি উদ্ধারে ডুবুরি দল কাজ করছে। নদীতে স্রোত থাকায় শিশুর অবস্থান ঠিক করা কঠিন হয়ে পড়ছে বলে জানান ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর