
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ দল। এই দলে মনোনয়নপ্রত্যাশী অনেকেই থাকবেন, তাই দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার হয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব। আগামীর বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগের লোকজন খেলাধুলায় দলীয়করণ করে প্রতিভাবান খেলোয়াড়দের নষ্ট করেছে। আমরা চাই আমাদের ক্রীড়াঙ্গন পুনরায় উজ্জীবিত হোক।
পাংশার উদয়পুর স্পোর্টিং ক্লাব মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়নপ্রার্থী হারুন অর রশীদ।
শনিবার রাজবাড়ীর পাংশা উপজেলার উদয়পুর স্পোটিং ক্লাবের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাহাদুরপুর একাদশকে টাইব্রেকারে হারিয়ে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা ফুটবল একাদশ জয় লাভ করে।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের এমপি প্রার্থী হারুনুর রশীদ হারুন খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন।
উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (মিষ্টি), যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল ওহাব প্রামাণিক, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান প্রামাণিক, পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, পৌর ছাত্রদলের সভাপতি রাশিদুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উদয়পুর স্পোর্টিং ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন শাহজাহানুল হক জুয়েল, মোহাম্মদ আলী ও অনিক।
কয়েক হাজার দর্শক মাঠে এসে ফাইনাল খেলা উপভোগ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর