
অনির্দিষ্টকালের জন্য ময়মনসিংহের সঙ্গে সারা দেশের দূর পাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন। বাস বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রোববার (১২ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার কোন বাস ময়মনসিংহ টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। জুলাইযোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের শ্রমিকের লাঞ্ছিতের জেরে বাস বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়।
পুলিশ জানায়, হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার (১১ অক্টোবর) রাতে বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার দুঃখপ্রকাশ করার পরেও অরুণ ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেন।
এরপর রাত ৯টা থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে পুলিশ।
এর জেরে শনিবার বেলা ১১টা থেকে পরিবহন শ্রমিকরা শহরের বাইপাসে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস সেখানে আটকা পড়ে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর