
রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: নাসিরুল হক সাবুকে শ্রদ্ধা জানিয়ে তার অসুস্থতা নিয়ে কোনো বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশীদ। তিনি জোর দিয়ে বলেন, ধানের শীষের প্রশ্নে আমরা সকলে এক ও অভিন্ন।
হারুন অর রশীদ বলেন, জিয়া পরিবারের চাওয়া আমরা সকলে মিলে একসাথে দল করি। জাতীয়তাবাদী দল বিএনপি অনেক বড় দল, এ দলে মনোনয়ন প্রতিযোগিতায় আমরা অনেকেই আছি। দল যাকে ধানের শীষ দেবে, আমরা সকলে মিলে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করব। আমাদের মধ্যে বিভক্তির কারণে আওয়ামী লীগ ও তাদের দোসররা সুযোগ নেবে, আমরা তা হতে দেব না। আমাদের সতর্ক থাকতে হবে, যাতে ফ্যাসিবাদী দোসররা কোনোভাবেই মাথাচাড়া দিতে না পারে।
আগামী নির্বাচন স্বচ্ছ হবে জানিয়ে তিনি বলেন, এ নির্বাচনে আমাদের বিজয় অর্জন করতে হলে মানুষের কাছে যেতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। মানুষের ভালোবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। গতকাল শনিবার রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন হারুন অর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, উপজেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জমির উদ্দিন, যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব আলী প্রামাণিক, বিএনপি নেতা বাদশা আলী, সাবেক ছাত্রদল নেতা ও ব্যবসায়ী মো: সিরাজুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আ: জলিল মাস্টার, সাদ্দাম হোসেন, আমির আলী শেখ, ডাক্তার টিপু, সাইফুল ইসলাম প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর