
পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীসহ অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল ইসলাম প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও আদেশের উপর গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করছি।
দাবিগুলো হলো: আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোটের আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় প্রক্রিয়া ও পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিবাদী সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী, জাগপা, খেলাফত মজলিসসহ সমমনা দলগুলো এই স্মারকলিপি প্রদান করেছে। অবিলম্বে দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর