
বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ, মডেল ও অভিনেত্রী নাদিয়া আফরিন মিম আজ তার জন্মদিনে ভক্ত, অনুরাগী ও সহকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হচ্ছেন। ঢাকার মিরপুরে ১৯৯৬ সালের ১২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এই তারকা ২০১৪ সালে 'লাক্স-চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজ জগতে পা রাখেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক সম্পন্ন করার পর থেকেই তিনি ছোট পর্দায় নিজেকে একজন সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
অভিনয়ে তার সাফল্যের শুরুটা হয়েছিল টিভি নাটক দিয়ে, যার মধ্যে “দুষ্টু ছেলের দল” ও “মানুষ হতে সাবধান” বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট'-এ তার চরিত্রটি তাকে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। নাটকের পাশাপাশি তিনি বোম্বে সুইটস, প্রাণ মি. নুডলস এবং সেফলি টি-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন।
জন্মদিন উপলক্ষ্যে নাদিয়া আফরিন মিম আজ এক বিশেষ অনুভূতি প্রকাশ করেছেন : "আমার কাছে প্রতিটি জন্মদিনই এক নতুন অধ্যায়, নতুন করে প্রতিজ্ঞা করার দিন। অতীতের অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিয়ে আমি আরও পরিণত হতে চাই। আজ সকালে সবার এত ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত। ব্যক্তিগতভাবে আমার প্রিয় শখ—বই পড়া ও ভ্রমণ, তাই আজ আমি এই বিশেষ দিনে নিজের সঙ্গে এবং একান্ত কাছের মানুষদের সঙ্গে গুণগত সময় কাটাতে চেয়েছি। আমার লক্ষ্য শুধু অভিনয় করা নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে নারীর ক্ষমতায়ন ও সমাজসেবামূলক কাজে নিজেকে আরও বেশি যুক্ত করা। সব ভালোবাসা এবং শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ, যা আমাকে আগামীতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজের স্বপ্ন দেখতে সাহস যোগায়।"
বর্তমানে শোবিজে আরও শক্তিশালী অবস্থান তৈরি এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করাই এখন নাদিয়া আফরিন মিমের ভবিষ্যতের মূল পরিকল্পনা।
জন্মদিনে এই জনপ্রিয় মডেল ও অভিনেত্রীকে বিডি২৪লাইভের পক্ষ থেকে রইল অসংখ্য শুভ কামনা।
সর্বশেষ খবর