
ময়মনসিংহ বিভাগের সঙ্গে কিশোরগঞ্জ জেলাকে যুক্ত না করে ঢাকা বিভাগেই বহাল রাখার দাবিতে আন্দোলনে নেমেছে কিশোরগঞ্জবাসী।
রবিবার (১২ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ দাবিতে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্রজনতা। কর্মসূচি থেকে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে স্থানান্তর করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবনাকে দুরভিসন্ধিমূলক আখ্যা দিয়ে প্রতিবাদ জানানো হয়। কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে স্থানান্তর করার সংস্কার কমিশনের সুপারশি থেকে অবিলম্বে সরে আসার দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচি থেকে ‘ময়মনসিংহ না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ঢাকায় থেকে যাবো, প্রয়োজনে জীবন দেবো’, ‘প্রহসনের সিদ্ধান্ত, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। এ সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় গুরুদয়াল সরকারি কলেজ এলাকা।
অবস্থান কর্মসূচিতে বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সংগঠক আশরাফ আলী সোহান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ ও জাকির হোসেন রাজীব, সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান চয়ন, গুরুদয়াল কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম জেনি, এমদাদুল হক নাঈম, ছাত্রনেতা শেখ মুদ্দাছির তুসি, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কিশোরগঞ্জবাসীর আবেগ ও অনুভূতিকে আঘাত করে এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর