
নড়াইলের লোহাগড়া উপজেলায় লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। নিহত যুবকের নামরিয়াজুল ইসলাম (৩০)।
আজ রবিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টার দিকে রেললাইনের পাশে মরদেহটি পাওয়া যায়। তিনি উপজেলার মুচড়া উত্তরপাড়া গ্রামের ফজলুল হক মোল্যার ছোট ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে লোহাগড়া এলাকার কালনা-কামঠানা এলাকায় এক যুবককে রেললাইনে বসে থাকতে দেখেন স্থানীয়রা। এর কিছু সময় পর বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন সেখান দিয়ে চলে যায়। এরপর রেললাইনের পাশে ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। খবর পেয়ে এদিন রাতে রিয়াজুল এর বড় ভাই রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহর পরিচয় শনাক্ত করেন। তবে তিনি আত্নহত্যা করেছেন নাকি এটি নিছক দুর্ঘটনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) অজিৎ কুমার রায় বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রেলওয়ের জায়াগাতে হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর