
ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরকে পৃথক করা প্রাচীরের কাছে অবস্থিত কাতান্না গ্রামের শামাসনে পরিবারে এখন উৎসবের আমেজ। সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি কারাগারে ৩৪ বছর ধরে বন্দি থাকা দুই ভাই—আবদেল জাওয়াদ (৬২) ও মোহাম্মদ শামাসনে মুক্তি পেতে যাচ্ছেন।
৮৩ বছর বয়সী মা হালিমা শামাসনে উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, “আজ আমি এতটাই আনন্দিত, মনে হচ্ছে পৃথিবীতে আমার আনন্দ ধারণ করার জায়গা নেই।” তিনি জানান, ছেলেদের বরণ করতে ঘর সাজানো হয়েছে, রান্না হবে ঐতিহ্যবাহী ‘মানসাফ’।
ইসরায়েল সোমবার গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে। সেই তালিকায় রয়েছে শামাসনে দুই ভাইয়ের নামও।
বাবা ইউসুফ বলেন, “৩৪ বছর অপেক্ষার পর সত্যিকারের আশা জেগেছে। শুধু চাই ওরা আমাদের কাছেই থাকুক, নির্বাসনে না যাক।”
সাজু/নিএ
সর্বশেষ খবর