
নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ, এমডিএম কার্যক্রম ও শিক্ষা উপকরণ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার স্বেচ্ছাচারী আচরণে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি নিয়মিত স্কুলে আসেনা, শিক্ষার্থীদের দিয়ে সিগারেট আনিয়ে নেন, সিগারেট আনতে রাজি না হলে শিক্ষার্থীদের মারধর করেন বলেও অভিযোগ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষকদের অবমূল্যায়ন এবং সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকটির বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। তবুও কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষককে অপসারণ করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা
এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, আমি নিয়মিত স্কুলে আসি কখনো বাচ্চাদের দিয়ে সিগারেট আনাইনা এগুলো বানোয়াট, দূর্নীতি নয় চেষ্টা করেছি স্কুলের উন্নয়ন করার।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা কাজও শুরু করে দিয়েছে তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, এমন কিছু ঘটনার কথা শুনেছি শুনে ওই স্কুল পরিদর্শন করেছি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অভিযোগ পেয়েছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর