
রাজবাড়ী জেলার সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক গন ক্লাস পরীক্ষা অফিস কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে।
জেলার পাংশা উপজেলা শহরের পাংশা মহিলা কলেজ, আইডিয়াল গার্লস কলেজে, পাইলট বালিকা বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমি, পাংশা শাহজুই কামিল মাদ্রাসা সূমহে সোমবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন করতে দেখাযায়।
দাবীর মধ্যে রয়েছে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান, ২. শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা, ৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ করা।
সেই সাথে পুলিশি হামলার প্রতিবাদে তারা কর্মসূচি পালন করছে বলে জানান শিক্ষক নেতারা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই কর্মসূচি শুরু হয়েছে।
পাংশা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পাংশা মহিলা কলেজের অধ্যপক এম এ জিন্নাহ জানান, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য আন্দোলনে পুলিশের ন্যাক্কার জনক হামলার প্রতিবাদে তারা ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ রেখেছেন। একই সঙ্গে তারা দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওয়াহেদুজ্জান ডাবলু বলেন রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়। এরই প্রতিবাদে আমরা কর্মবিরতিতে আছি।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা তিন দফা দাবি তুলে ধরেছেন— ১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা প্রদান, ২. শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীত করা, এবং ৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ করা।
পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে সোমবার থেকে সারাদেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর