
রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ককটেল, হাসুয়াসহ ইউনুস মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নের মাদুলিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার সকাল সোয়া ৮টার সময় পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামের হামিদুল মন্ডলের বসতবাড়ির সামনে পাটকাঠির গাদার ভিতর থেকে এগুলি উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, যৌথবাহিনীর অভিযানে এসআই সাজিদ আহমেদ সঙ্গীয় ফোর্স ও যৌথবাহিনীর অফিসার ফোর্সের সহায়তায় সকাল সোয়া ৮টায় পাংশা থানার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামের হামিদুল মন্ডলের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
বাড়ির সামনে পাটকাঠির গাদার ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় কৌণিকভাবে লম্বা ৪১ ইঞ্চি ও ট্রিগার সচল থাকা ১টি কাঠের বাটযুক্ত একনালা বন্দুক, কৌণিকভাবে লম্বা ৩৩ ইঞ্চি ট্রিগার সচল ১টি কাঠের বাটযুক্ত পাইপগান, কৌণিকভাবে লম্বা ৪২.৫ ইঞ্চি ১টি কাঠের বাটযুক্ত হাসুয়া, লাল সোনালি রঙের রিবনযুক্ত ৫টি সবুজ রঙের পটকা, কৌণিকভাবে লম্বা ৩১.৭৫ ইঞ্চি ১টি হাসুয়া, ৬টি লাল কসটেপ দ্বারা পেঁচানো ককটেলসদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও পরিত্যক্ত অবস্থায় আরও ২টি অস্ত্র উদ্ধার করেছে একই বাহিনী।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর