
সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন, বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, দৃশ্যমান শক্তি ও অদৃশ্য শক্তি উভয়ই কাজ করছে। তবে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি, আর সেই জনগণের চাহিদা বুঝতে হবে। সোমবার দুপুরে ধানের শীষের পক্ষে জনমতের লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুজ্জামান কামরুল বলেন, নির্বাচন সহজ হবে না, কঠিন হবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আমার ভালোবাসার মানুষ আপনারা। আমার হয়ে আপনারা কাজ করবেন। বিএনপির জন্য ভোট চাইবেন, তারেক রহমানের জন্য ভোট চাইবেন।”
জনসভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মী, সমর্থকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়ক ও নৌপথে মিছিল নিয়ে যোগ দেন। সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
মধ্যনগর বাজারে উপজেলা ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল আরও বলেন, জনগণ বিএনপিকে চায়, কারণ বিএনপি জনগণের দল, দেশের স্বার্থে কাজ করে। জোর করে ক্ষমতায় থেকে জুলুম করার ফল আওয়ামী লীগ সরকার পেয়েছে। শেখ হাসিনা বলেছিলেন, শেখের বেটি পালায় না; কিন্তু জনগণের শক্তির কাছে পরাজিত হয়ে তাঁকে পালাতে হয়েছে। আর পালানোর সময় কাপড়ও নিতে পারেননি। তিনি বলেন, “আমি সেই জনগণকেই নিয়ে আমার জীবন সংগ্রাম ও রাজনৈতিক জীবন গড়েছি। জনগণের শক্তি নিয়ে আমি থাকব, আমাদের সফলতা কেউ আটকাতে পারেনি আর পারবেও না।”
তিনি আরও জানান, “আমাদের মধ্যে অনেক প্রার্থী আছে, যারা এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয়। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করব, আর সবাইকে করতে হবে।”
প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর