
রাজবাড়ীর কালুখালীতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হারুন অর রশিদ।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে কালুখালী সরকারি কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হারুন অর রশিদ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা।
এতে আরও বক্তব্য দেন কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ খান, কালুখালী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল মালেক, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, হাফেজ মাওলানা ইকবাল হোসাইন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজে নৈতিকতা, মানবিকতা ও ঐক্য প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অনস্বীকার্য। তাঁরা জাতির আত্মিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা রাসেল খান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান, বিএনপি নেতা শিমুল হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সকল মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর