
২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। একই বছরে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো শ্রেষ্ঠত্ব অর্জন করে স্পেন। এই দুই দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচের সম্ভাব্য তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে।
স্প্যানিশ দৈনিক মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই মহারণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৮ মার্চ, কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে। যেখানে ২০২২ সালে লিওনেল মেসির আর্জেন্টিনা জিতেছিল তাদের তৃতীয় বিশ্বকাপ।
২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফিফা বিশ্বকাপের আসর। তার ঠিক আগে হাই-ভোল্টেজ এই ম্যাচকে ঘিরে ফুটবল দুনিয়ায় এরই মধ্যে তুমুল উন্মাদনা শুরু হয়েছে। মেসি ও লামিন ইয়ামালের দ্বৈরথ দেখার জন্য ফুটবলপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে।
অবশ্য শুরুর দিকে ‘ফিনালিসিমা’ আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা ছিল। দক্ষিণ আমেরিকা ও ইউরোপের সেরা দলের এই লড়াইয়ের সম্ভাব্য ভেন্যু হিসেবে লন্ডনের ওয়েম্বলি, যুক্তরাষ্ট্রের মায়ামি এবং সৌদি আরবের রিয়াদের নাম শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালের ভেন্যু লুসাইলকেই বেছে নেওয়া হয়েছে।
লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যে পরবর্তী বিশ্বকাপের জন্য যোগ্যতা নিশ্চিত করেছে। অন্যদিকে, ইউরো চ্যাম্পিয়ন স্পেনও জর্জিয়ার বিপক্ষে সাম্প্রতিক জয় দিয়ে বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়েছে।
উল্লেখ্য, ফিনালিসিমা মূলত চালু করা হয় ১৯৮৫ ও ১৯৯৩ সালে হওয়া আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে। শেষবার এই ট্রফি জিতেছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এরপর ফিনালিসিমার প্রথম সংস্করণেও শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।
কাতার বিশ্বকাপে নিজেদের দীর্ঘ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ ঘোচানোর আগেই ওই বছরের জুনে ইতালিকে ৩-০ গোলে ফিনালিসিমায় হারায় লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির দল। ফিনালিসিমার আসন্ন সংস্করণের ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয় গত মে মাসে হওয়া ফিফা ও উয়েফার ৭৫তম কংগ্রেসে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর