
পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন অপূর্ব পালের উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আসামি দাবি করেন, ঘটনার দিন কী ঘটেছিল তার কিছুই মনে নেই, বরং তার সঙ্গে “অদৃশ্য কিছু আছে।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অপূর্ব পালের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ তোলা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা তার বাসার সামনে জড়ো হয়। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্বকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জনতা পুলিশের ওপরও হামলার চেষ্টা করে, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরদিন (৫ অক্টোবর) ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে অপূর্বকে গ্রেপ্তার দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন, যার শুনানি শেষে আজ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর