
প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই জামিন মঞ্জুর করেন।
গত ৪ অক্টোবর ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া। ওইদিন তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য এদিন মঙ্গলবার ধার্য করেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী সৈয়দা ফাহমিদা হোসেনসহ অনেকেই তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আইনজীবী কাইয়ূম হোসেন নয়ন এর বিরোধিতা করেন৷ উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এক হাজার টাকায় মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, আসামির বিরুদ্ধে কোনো ডকুমেন্টস নেই। কোনো মামলাও নেই। তিনি তুরস্কের নাগরিক। আসামির বাবা গুরুতর অবস্থায় রয়েছে। তাকে দেখতে তিনি দেশে আসেন। এরপর বিদেশে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আসামি নির্দোষ। তার জামিনের প্রার্থনা করছি।
এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুনানিতে বলেন, পি কে হালদার দেশের ব্যাংক, বিমা, অর্থনীতি অবস্থানকে ধ্বংস করেছেন। পিকে হালদারের ১০% আর্থিক সহযোগী এই আসামি। ফেসবুক- ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের তথ্য পাওয়া যাবে। এই আসামি ২০২২ সালে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গেছে। মামলার তদন্ত স্বার্থে সাত দিনের রিমান্ডের যৌক্তিকতা রয়েছে।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, যেহেতু আসামির বিরুদ্ধে অন্যান্য মামলা প্রক্রিয়াধীন থাকায় এই মামলায় রিমান্ডে নেওয়ায় আবশ্যকতা নেই। এই বিবেচনা আসামির এক হাজার টাকায় মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হলো।
এর আগে, গত ৪ অক্টোবর মধ্যরাতে তাজবীর আটকের পর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দরের থানায় হস্তান্তর করেন।
আবেদনে বলা হয়, তুরস্কে যাওয়ার পথে আসামি তাজবীর হাসানকে ৫৪ ধারায় আটক করা হয়।
জানা যায়, ২০২০ সালে গ্রাহকদের শত-শত কোটি টাকা নিয়ে হঠাৎই উধাও হয়ে যায় হালট্রিপ। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। তবে জানুয়ারি ২০২০ এ দেশ থেকে পালিয়ে গেলেও অন্তত দুটি দেশের (তুরস্ক ও ভানুয়াতু) নাগরিকত্ব গ্রহণ করেন মোহাম্মদ তাজবীর হাসান। এছাড়াও তার মাল্টার রেসিডেনসি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
কুশল/সাএ
সর্বশেষ খবর