
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবীতে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট এর আন্দোলন বাস্তবায়ন কমিটি।
আজ ১৪ অক্টোবর ২০২৫ইং রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ ইং তারিখে সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবীতে লাগাতার অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। উক্ত অবস্থান ধর্মঘটের সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ সামছুল আলম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির মহাসচিব মোঃ তাজুল ইসলাম ফরাজী, মাষ্টার শওকত আলী, মোঃ আবদুর রউফ, সাবেক মহাসচিব, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, মোঃ আলতাফ হোসেন, সভাপতি, স্বতন্ত্র ইবতেদায়ী রিট কমিটি, মোঃ জাকির হোসেন, সভাপতি, সাধারণ শিক্ষক পরিষদ, মাওলানা নুরুল আমীন, মাওঃ শামসুল হক আনছারী, হাফেজ মাহমুদুল হাসান, মাওঃ জহুরুল আলম, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, মাওঃ নাজমুল হুদা, মনিরুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, ডা: সাইফুল ইসলাম, ইউসুফ শরীফ, তারেক আজিজ, নাসিম রেজা বাবু, সিদ্দিক আলম, নূরে আলম, মোস্তাফিজুর রহমান, মোঃ ফোরকান, মাওঃ রুহুল আমিন, মাওঃ জাকির হোসেন, রুকনুজ্জামান হিরন, মোসাঃ রুবিনা আক্তার, লাইজু আক্তার, চম্পা আক্তার, ফাতিমা ফারহানা প্রমুখ।
বক্তারা বলেন- ১০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিওভুক্ত পর্যায়ে আছে। যাহা মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর হওয়ার পর এমপিওভুক্ত হবে। কিন্তু গত ১ (এক) মাস যাবত তাহা স্বাক্ষর না হওয়ায় শিক্ষরা হতাশ। বাকী অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্তির জন্য অতিদ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আহ্বান জানান। আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি উক্ত ফাইলে স্বাক্ষর করা না হয় তাহলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে।
দাবী সমূহঃ
১। অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ২৮ জানুয়ারী ২০২৫ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন ।
২। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল সমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ।
৩। স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ ।
8। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ ।
৫ ৷ প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ ।
কর্মসূচীঃ আগামীকাল ১৪ অক্টোবর থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট ।
কুশল/সাএ
সর্বশেষ খবর