
দুই দলের ব্যবধানটা স্পষ্ট। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ২ বছর ৫ মাস ১২ দিন ফিফা র্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান ছিল। ১৮ সেপ্টেম্বর হালনাগাদ করা র্যাঙ্কিং অনুসারে তাদের বর্তমান অবস্থান তৃতীয়। তাদের চেয়ে ১৫২ ধাপ পিছিয়ে থাকা পুয়ের্তো রিকোর সঙ্গে কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে তা অনুমেয়ই ছিল। অনেকটা হেসেখেলে পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আলবিসেলেস্তেদের হয়ে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার ও লাউতারো মার্টিনেজ জোড়া এবং গঞ্জালো মন্টিয়েল একটি গোল করেছেন। আরেকটি গোল হয়েছে পুয়ের্তো রিকো ডিফেন্ডার স্টিভেন এচেভেরিয়ার আত্মঘাতি অবদানে। গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেছেন মেসি। ম্যাচে বল দখল থেকে শট সর্বত্র দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ৬৯ শতাংশ পজেশনের পাশাপাশি মেসি-অ্যালিস্টারদের নেওয়া ২৫ শটের মধ্যে ১১টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, ৫ শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পারে পুয়ের্তো রিকো।
এদিন শুরু থেকেই পুয়ের্তো রিকোর রক্ষণকে চেপে ধরে আর্জেন্টাইনরা। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝেই ১৪ মিনিটে লিড পেয়ে যায় আর্জেন্টিনা। জুলিয়ানো সিমিওনের কাট ব্যাকে বল পেয়ে মেসি শট নিয়েছিলেন প্রথমে, গোলরক্ষকের বাধায় ফিরে আসার পর ডিফেন্ডার ক্লিয়ার করতে না পারার সুযোগে পেয়ে যান ম্যাক-অ্যালিস্টার। হেড দিয়ে সেটি জালে জড়ান লিভারপুলের এই তারকা মিডফিল্ডার। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মন্টিয়েল। পুয়ের্তো রিকো ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে তাকে বলটি বাড়ান মেসি, এরপর ভলি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই আলবিসেলেস্তে ডিফেন্ডার।
বিস্তারিত আসছে…
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর