
গাজার রাফা সীমান্ত ক্রসিং খোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে তারা হামাসের বিরুদ্ধে পরিকল্পিত প্রতিশোধমূলক ব্যবস্থা বাতিল করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামাস সম্প্রতি আরও কয়েকজন ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ পুনরায় উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
রাফা ক্রসিং খুলে দেওয়ার ফলে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তা কার্যক্রম আবারও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্র- রয়টার্স।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর