
ভুয়া বিয়ের মাধ্যমে এক মাদ্রাসা ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার (১৫ অক্টোবর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বাজারে ‘মাড়েয়া এলাকাবাসী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী ফাতেমা এবং তার পরিবারসহ কয়েকশো নারী-পুরুষ অংশ নেন। এ সময় ভুক্তভোগী ছাত্রীর মা, মাদ্রাসা ছাত্রী ও প্রতিবেশী নারীরা বক্তব্য দেন। বক্তারা বলেন, ফাতেমার সঙ্গে দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক করে বাড়ি থেকে জোর করে নিয়ে ভুয়া বিয়ে করেন ফকিরপাড়া গ্রামের ইয়াসিনের ছেলে শাকিল।
ফাতেমাকে শাকিলের বাড়িতে নেওয়ার পর থেকেই তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে শাকিলের পরিবার। ফাতেমা প্রতিবাদ করলে এক পর্যায়ে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে শাকিলের চাচা, স্থানীয় জামায়াতে ইসলামের সেক্রেটারি ইয়াকুব আলীর সহযোগিতায় আত্মহত্যার নাটক সাজিয়ে পুলিশে হাতে ফাতেমাকে তুলে দেওয়া হয়। পরবর্তীতে উল্টো ফাতেমার বিরুদ্ধে মামলা করে পুলিশ তাকে আদালতে হস্তান্তর করে। দুই দিন পর ফাতেমা জামিনে মুক্ত হন।
বর্তমানে শাকিল ও তার পরিবার ফাতেমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছে না। উপায় না পেয়ে এলাকাবাসীর সহযোগিতা চাওয়ায় এলাকাবাসীরা মাড়েয়া বাজারে শাকিলের পরিবার এবং জামায়াত নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এলাকাবাসীর দাবি, মাদ্রাসা ছাত্রী ফাতেমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে, কারণ শাকিলের সঙ্গে বিয়ের খবর জানাজানি হয়েছে। এখন শাকিল ফাতেমাকে গ্রহণ না করলে ফাতেমার জীবন নষ্ট হয়ে যাবে। শাকিলের নির্যাতন এবং তার চাচা জামায়াত নেতা ইয়াকুবের ষড়যন্ত্রে ফাতেমার পরিবার নিঃস্ব হয়ে রাস্তায় দাঁড়িয়েছে।
পরে মানববন্ধন শেষে মাড়েয়া বাজারে বিক্ষোভ করেন এলাকাবাসী। শাকিল ও তার পরিবার এবং জামায়াত নেতা ইয়াকুব আলীর বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে নারীরা। বিচার না পেলে আগামীতে আন্দোলনের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর