
ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আওড়া মাঠ এলাকায় দুই বাসের রেষারেষিতে এক নারী নিহত হয়েছেন।
নিহত সামসুরনাহার (৪০) বরিশালের উজিরপুর এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত দশ জন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন পরিবহনের সাথে শ্যামলী পরিবহনের রেষারেষি চলাকালে শ্যামলী পরিবহনের ধাক্কায় ইউরো লাইন পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা এক নারী যাত্রী নিহত হন এবং দশ জন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান এবং সামসুরনাহার নামে ওই মহিলার মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে হাইওয়ে পুলিশের রেকার এসে ইউরো লাইন পরিবহনটি খাদ থেকে উদ্ধার করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এই বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের আওড়া মাঠ এলাকায় ইউরো লাইন পরিবহনের একটি বাস খাদে পড়ে গেলে ১ নারী নিহত হন এবং ১০ জন আহত হন।
দুর্ঘটনায় পড়া বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর