
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে অভিযান চালিয়ে গোয়ালন্দ ও পাংশায় ১৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশ সদস্যরা। জব্দ করা হয়েছে ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১ মণ ইলিশ মাছ।
বুধবার (১৫ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর গোয়ালন্দ ও পাংশা উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব-উল হক বলেন, ‘ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী একত্রে কাজ করছে।
এদিনের অভিযানে আটক ১৩ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত জাল আগুনে পুরিয়ে ধ্বংস ও ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়েছে।’
প্রসঙ্গত, ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ পর্যন্ত রাজবাড়ী জেলায় মোট ৭৬ জন জেলেকে জেল জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি জব্দ করা হয়েছে ৮ লক্ষ ৯৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৪৫ কেজি ইলিশ মাছ।
সাজু/নিএ
সর্বশেষ খবর