
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সশস্ত্র গোষ্ঠী হামাস এখন নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) হামাস গাজায় অভিযান চালিয়ে ‘ইসরায়েলের সহযোগী’ অভিযোগে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধবিরতি গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে হামাস সোমবার অন্তত ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় এবং আরও চার জিম্মির মৃতদেহ হস্তান্তর করে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে আরও চারজন বন্দীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে হামাসের আনুষ্ঠানিক চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চোখ বাঁধা আটজন ব্যক্তিকে হাঁটু গেড়ে বসিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। হামাস জানায়, তারা বিরোধীদের সহযোগিতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
সূত্রগুলো জানায়, হামাসের নিরাপত্তা ইউনিট বর্তমানে গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। ধারণা করা হচ্ছে, এদের কেউ কেউ ইসরায়েলের সহায়তা পাচ্ছে।
গাজা নগরী থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর হামাস সরকারের মুখোশধারী পুলিশ পুনরায় রাস্তায় টহল দিচ্ছে। একই দিন গাজায় ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনি বন্দীদের স্বাগত জানাতে বিশাল সমাবেশে নিরাপত্তা নিয়ন্ত্রণে ছিল হামাসের সামরিক শাখা, ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর