
কুড়িগ্রামের রাজাহাটে মাদক প্রতিরোধ কমিটির সহযোগিতায় আবদুল খালেক নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ১৪ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে চাকিরপশার ইউনিয়নে নাককাটি গ্রাম হতে রাজারহাট থানা পুলিশ কর্তৃক এই মাদক কারবারিকে আটক করা হয়। ধৃত আব্দুল খালেক রাজারহাট জয়দেবপুর হায়াতের মৃত রকব উদ্দিনে পুত্র বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে- ১৪ অক্টোবর রাজারহাট থানা পুলিশ কর্তৃক আমতলী নামক স্থানে মাদক দ্রব্য উদ্ধার ও নিয়মিত অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা নাককাটি গ্রামস্থ স্থানীয় মাদক বিরোধী কমিটি সদস্যের কাছে মাদকসহ এক ব্যক্তিকে আটকের খবর পেয়ে অভিযান পরিচালনাকারী অফিসার তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ঘটনার সত্যতা পেয়ে ধৃত আব্দুল খালেককে মাদকদ্রব্য আইনে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন- তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু-পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। এছাড়াও ভ্রাম্যমান আদালতে তার ১৫ দিনের সাজা হয়েছিল। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর