
নাটোরের বাগাতিপাড়ায় মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচারের ঘটনায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি সরজমিনে তদন্ত করেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার পাঁকা ইউনিয়নের রামপাড়া ও পাঁকা গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
ঘটনার সূত্রে জানা যায়, পাঁকা গ্রামের মো. আখতারুজ্জামানের ছেলে আশফাক আহমেদ অনিক ও তার স্ত্রী রুনা পারভীন স্থানীয় কয়েকজন ব্যক্তি এবং সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন সময় থানাসহ পুলিশের ঊর্ধ্বতন দপ্তরে অভিযোগ দায়ের করেন। পুলিশি তদন্ত চলাকালীন তারা আবারও বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে নতুন করে মিথ্যা অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার শুরু করেন।
এমন ঘটনায় ডিআইজি নিজে মাঠে নেমে তদন্ত করেন এবং দুই গ্রামে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। এ সময় তিনি বলেন—
> “মিথ্যা অভিযোগ করা বা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” ডিআইজির উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে আসে বলে জানান এলাকাবাসী।
অন্যদিকে, রামপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে রুস্তম আলী মিলটন পারিবারিক জমিজমা নিয়ে চাচাতো ভাই স্কুল শিক্ষক সেলিম আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তিনিও একইভাবে ওসি, কয়েকজন এসআই ও সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে আশফাক আহমেদ অনিকের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে জানা গেছে।
পরিদর্শনকালে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নাটোর সদর সার্কেল মাহমুদা শারমিন নেলী, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. হাসিবুল্লাহ হাসিব এবং বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর