বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়সাল আহমেদ নয়ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান নাঈম। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য পাঠাতে হবে। একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জ জেলায় দলের সাইবার কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান বাপ্পি, আজিজুল হক অভি ও রায়হান আহমেদ রিত্তিক। এছাড়াও আবু বকর হয়েছেন সাংগঠনিক সম্পাদক, রাফি আহমেদ রনু প্রচার সম্পাদক এবং মো. নাহিদুল ইসলাম নাহিদ দপ্তর সম্পাদক।
কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম বলেন, "কোনো তথ্য প্রচারের আগে যাচাই করাই হবে আমাদের নীতি। একই সঙ্গে সাইবার বিভ্রান্তি থেকে উদ্ভূত মব লিঞ্চিং বা গণআক্রোশের মতো ভয়াবহতা যেন আর না ঘটে, সেটি রোধে আমরা সচেতনতা ও তথ্যভিত্তিক প্রচারণা চালাব। অনলাইন অপরাধ শনাক্তে ও প্রতিরোধে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব। আমরা সুনামগঞ্জে সাইবার কার্যক্রমকে আরও সংগঠিত ও ইতিবাচকভাবে পরিচালনা করতে চাই।"
সভাপতি ফয়সাল আহমেদ বলেন, "জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণদের নিয়ে আমরা একটি দায়িত্বশীল, দেশপ্রেমিক ও তথ্যনির্ভর সাইবার টিম গড়ে তুলতে চাই। সত্য, যুক্তি ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে সাইবার স্পেসে একটি ইতিবাচক ও সচেতন পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর