
বুধবার (১৫ অক্টোবর) রাতে সুনামগঞ্জ জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, ‘আমাদের টিম সুনামগঞ্জ থেকে শীর্ষ ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেফতার করেছে। এর আগে তার ছয় সহযোগীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের ত্রাসখ্যাত শীর্ষ ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেফতারের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকায় সাদা পোশাকে অভিযান চালায় র্যাবের একটি দল।
অভিযানে এক ডজনেরও বেশি মামলার আসামি সাহেব আলীকে গ্রেফতার করে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে তার সংঘবদ্ধ সহযোগীরা র্যাব সদস্যদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
সেদিন সন্ত্রাসীদের হামলায় তিনজন র্যাব কর্মকর্তাসহ মোট চারজন আহত হন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর