
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এবারের এইচএসসি পরীক্ষার পাসের হার ৪৮.৮৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন।
এ বছর ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫০ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন এবং ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল আলম ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল বিবরণীতে বলা হয়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
তাদের মধ্যে পাস করেছেন ৪৮ হাজার ৬৫৭ জন। ৫০ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অর্থাৎ পাসের হার ৪৮.৮৬। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার ৪২ হাজার ৫২ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯৫৬ জন। ৫৭ হাজার ৫২৪ জন নারী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩০ হাজার ৭০১ জন। ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৪২.৭০ শতাংশ, নারী শিক্ষার্থীদের পাসের হার ৫৩.৩৭ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬২.৬৪, ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ৪৪.৮ এবং মানবিক শাখায় পাসের হার ৪৩.৯০ শতাংশ।
কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছেন। একজনও পাস করতে পারেননি ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল আলম বলেন, এবার সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া হয়েছে। তাছাড়া কিছু কিছু কেন্দ্রের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এসব কারণে পাসের হার কমেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর